বহিষ্কৃত ১৩ নেতা বিএনপিতে ফিরেই মনোনয়ন পেলেন

ঢাকা প্রতিনিধিবিএনপিতে ফিরেই বহিষ্কৃত ১৩ নেতা পেলেন ধানের শীষের মনোনয়ন। কঠিন সময়ে দল ত্যাগকারীদের এখন মনোনয়ন দেয়ায় ঐসব আসনের তৃণমূল নেতাদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভ। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, চূড়ান্ত মনোনয়নে নির্বাচনে জেতার মতো প্রার্থীকেই বেছে নেবে বিএনপি।

এক-এগারোর সরকারের সময় তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির ১১০ নেতা দলে সংস্কারের দাবি তোলেন।পরিবর্তীত পরিস্থিতিতে কেউ কেউ দলে ফিরলেও অনেকেই বহিস্কৃত হন। এবার সংসদ নির্বাচনের আগ মূহুর্তে তাদের অনেককে দলে ফিরিয়ে নেয় বিএনপি।

সম্প্রতি দলে ফেরা ১৩ সংস্কারপন্থী নেতা পেলেন বিএনপির মনোনয়ন।

# রাজশাহী-৪ আসনে আবু হেনা,

# নওগাঁ-৬ আসনে আলমগীর কবীর,

# বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা,

# বগুড়া-৫ আসনে জিএম সিরাজ,

# জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ খলিলুর রহমান,

# বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন,

# বরিশাল-২ শহীদুল হক জামাল,

# যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি,

# ঝালকাঠি-২ ইলেন ভুট্টো,

# পটুয়াখালী-২ শহিদুল হক তালুকদার,

# নারায়ণগঞ্জ-৫ আসনে আতাউর রহমান আঙ্গুর,

# নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল।

# সুনামগঞ্জ-১ আসনে নাজির হোসেন।

এদের সবার সাথেই আছে বিকল্প প্রাথী। 

সংস্কারপন্থী নেতাদের দাবি, দীর্ঘ দিন দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয় থাকলেও এখন সবাইকে সাথে নিয়ে আগের মতোই কাজ করবেন তারা।

তবে গেল ১০ বছরে সংস্কারপন্থীদের অনুপস্থিতিতে প্রতিটি এলাকায় তৈরি হয়েছে বিএনপির নতুন নেতৃত্ব, তাদের মধ্যেই অনেকে ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। এখন ত্যাগীদের বাদ পড়ার শংকা তৈরি হয়েছে ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.