বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে কাজ করছেন — এমপি বাঁধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব নারী শিক্ষার উন্নয়নে কাজ করছেন। সরকার প্রতিটি সেক্টরে নারীদের অগ্রধিকার দিয়েছেন। সকল নারীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।
তিনি রোববার (১০মার্চ) দুপুরে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজ আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, প্রভাষক মোতাহার হোসেন, তাহরিমা আহমেদ, সামছুজ্জামান, অরবিন্দু কুমার, শহিদুল ইসলাম, অরুন চন্দ্র সরকার, সামছুদ্দিন আহমেদ প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.