বন্যা কবলিত এলাকায় ৮ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা-মুকিত চৌধুরী


হবিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা-কে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক জনাব মাঈনুল হোসেন খাঁন নিখিল এর আহব্বানে বন্যায় দূর্গত এলাকায় গতকাল শুক্রবার (৩১ জুলাই) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে, নবীগঞ্জ উপজেলার বন্যায় আক্রান্ত ১,২,৩,৪ নং ইউনিয়ন মোট ৪টি ইউনিয়নে ৮ টি স্পটে প্রায় ৮ শতাদিক পরিবারের মধ্যে নিজ উদ্দ্যোগে চাল,ডাল,তেল, পিয়াজ,ময়দা, সেমাই ও নগদ টাকা বিতরণ করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল মুকিত চৌধুরী।

এসময় উপস্থিতছিলেন, উপজেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ার মিয়া মেম্বার, ৪ নং দীঘলবাক ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী (গোলাম হোসেন), সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ১ নং বড় ভাকৈর ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গৌতম দাস, উপজেলা আওয়ামিলীগ নেতা মুক্তার আলী, উপজেলা যুবলীগ নেতা হেলাল চৌধুরী, সুলতান মিয়া, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝলক দাস সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক কাইফু আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা কয়েছ আলী ইমন,দিঘলবাক ইউপি যুবলীগ নেতা টিপু সুলতান, নুর হোসেন, আকলু মিয়া,মুনসুর মিয়া প্রমুখ।

এ ব্যাপারে মুকতি চৌধুরী বলেন,বন্যা কবলিত এলাকার কোন মানুষ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি আমি ও সব সময় বন্যার্ত অসহায় হতদরিদ্র দিনমজুর কেটে খাওয়া মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ্।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.