বন্যার কারণে সুদানে মারাত্মক ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ লক্ষ মানুষ

(বন্যার কারণে সুদানে মারাত্মক ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ লক্ষ মানুষ–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বন্যার কারণে সুদানের ৭ লক্ষ ৩০ হাজারের বেশী মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেলো কয়েক দশক ধরে দেশটি নানা সংকটে জর্জরিত।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়াবলী সমন্বয়ক দফতর এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জুনে শুরু হওয়া সুদানের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে বলা হয়, বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লক্ষ ৩০ হাজারের বেশী মানুষ। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে তারা এ তথ্য জানিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টির কারণে মৃত্যুর এ ঘটনা ঘটে। বহুঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয়দের জীবনযাপন। বিবৃতিতে বলা হয়।

জাতিসংঘের সংস্থাটি সরকারের সঙ্গে সুদানে সাধারণ মানুষকে সহায়তায় কাজ করছে। এ পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার মানুষকে অতিপ্রয়োজনীয় সেবার আওতায় নিয়ে এসেছে তারা। যার মধ্যে আশ্রয় দেয়া, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা রয়েছে।

তুরস্ক, মিশর, কাতার, ইরাক এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ বন্যা বিধ্বস্ত সুদানকে জরুরী সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন।

বলা হয়, পানিতে ডুবে ৭৮ জন, ঘরবাড়ি ভেঙে পড়ে ৩২ জন বাকি ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

মন্ত্রণালয় জানায়, ৯৭ হাজার ৬২টি বাড়ি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ হাজার ২৩৬টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ৫৭ হাজার ৮২৬টি। ৯৭ হাজার ৭৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৯৬টি গুদাম তলিয়ে গেছে। ৫ হাজার ৯৫০টি গবাদিপশু মারা গেছে।

গত ৫ সেপ্টেম্বর সুদানকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা আখ্যা দিয়ে তিনমাসের জরুরী অবস্থা জারী করেছে দেশটির প্রতিরক্ষা এবং নিরাপত্তা কাউন্সিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.