বন্যায় ভেসে গেছে রুশ সেনারা, দাবি ইউক্রেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসন অঞ্চলে দিনিপ্রো নদীর কাখোভকা বাঁধ ধ্বংসের পর বন্যায় রাশিয়ান সেনারা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের সেনা কর্মকর্তা ক্যাপ্টেইন আন্দ্রেই পিডলিসনি বলেন, মঙ্গলবার বাঁধ যাওয়ার পর বন্যার পানিতে রুশ সেনারা ভেসে গেছে। সেখানে রুশ সেনাদের যতগুলো রেজিমেন্ট ছিল সব ভেসে গেছে। এ ঘটনায় অনেক রুশ সেনা নিহত হয়েছেন।
পিডলিসনি জানান, ড্রোন ব্যবহার করে তিনি এ ঘটনা পর্যবেক্ষণ করেছেন।
ইউক্রেনের খেরসন অঞ্চলের কাখোভকা বাঁধ ধসের জন্য একে অপরকে দুষছে কিয়েভ ও মস্কো।ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়ার সৈন্যরা এটি ভেঙে দিয়েছে। এদিকে ইউক্রেনকে দোষারোপ করে রাশিয়ার সংবাদ সংস্থা বলছে, বাঁধটি রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সন্ত্রাসবাদীদের হামলায় এটি ধ্বংস হয়েছে।
কাখোভকা বাঁধটি ৩০ মিটার লম্বা এবং আয়তন ৩ দশমিক ২ কিলোমিটার। কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে এটি ১৯৫৬ সালে ডিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.