মাটির নিচে হোটেল, এক রাতের ভাড়া ৫০ হাজার টাকা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভূগর্ভের ৪০০ মিটার নিচে থাকার সুযোগ করে দিচ্ছে যুক্তরাজ্যের একটি হোটেল। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে গভীরতম হোটেল। দ্য ডিপ স্লিপ নামের এ হোটেলটি অবস্থিত নর্থ ওয়েলসের স্নোডোনিয়া পর্বতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উনিশ শতকে খোঁড়া খনির মধ্যে তৈরি এই হোটেলটিতে রয়েছে চারটি দুই বেডের কেবিন। এছাড়া রয়েছে দুই বেডের একটি গুহা। এ হোটেলটি শুধুমাত্র একদিনের জন্য ভাড়া নেওয়া যায়। অতিথিরা এখানে শনিবার দিন উঠে রোববার চলে যান।
রুমে পৌঁছানোর আগে অতিথিদের প্রথমে পরিত্যক্ত ভিক্টোরিয়ান স্লেট খনির মধ্য দিয়ে ভ্রমণ করতে হয়। সুরক্ষার জন্য তাঁদের হোটেলের পক্ষ থেকে হেলমেট, লাইট ও বিশেষ জুতা দেওয়া হয়।
এ ভ্রমণের পরে রুমে ঢোকার আগে বড় একটি দরজা দেখতে পান অতিথিরা।
হোটেলের ওয়েবসাইটে লেখা আছে, আপনাকে কিছু উষ্ণ পানীয় ও তথ্য দেওয়া হবে। এরপর সন্ধ্যাটি আপনি উপভোগ করুন।
মাটির নিচের এ হোটেলটির একটি প্রাইভেট কেবিনে থাকতে হলে একজনকে গুনতে হবে ৩৫০ পাউন্ড বা প্রায় ৪৭ হাজার টাকা। এছাড়া গুহার মধ্যে থাকতে হলে গুনতে হবে ৫৫০ পাউন্ড বা ৭৪ হাজার টাকা।
হোটেলটির অপারেশনস ম্যানেজার মাইক মরিস ডেইলি স্টারকে বলেন, যেসব অতিথিরা আসেন তাঁরা এই হোটেলকে খুব পছন্দ করেন। তাঁরা এখানে এসে সভ্যতা থেকে দূরে থাকার বিষয়টি অনুভব করতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.