বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ সংবাদটি গুজব

ঢাকা প্রতিনিধি: আজ বুধবার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রচারিত সংবাদটি গুজব বলে জানিয়েছে সরকার।

আজ  তথ্য অধিদফতর জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।

তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ সংবাদ থেকে গুজব হিসেবে চিহ্নিত করেছেন।

এ দিকে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে এমন সংবাদ ঘুরছিল।

‘অতএব, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল সংবাদটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.