বকশীগঞ্জে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এর উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ১৭ নভেম্বর উপজেলা সম্মেলনকক্ষে দিনব্যাপি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ডিএফ মালিক শামীম আখতার, প্রকল্পের জেলা সমন্বয়কারী আবু হেনা মোস্তফা, উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম।
প্রকল্পভুক্ত ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ১ জন উপজেলা স্টাফ, গ্রাম আদালত সহকারী বৃন্দ অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.