কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হলেন সাবেক ছাত্রলীগ নেতা পিন্টু

রাবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান পিন্টু। গত ১৪ নভেম্বর কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সম্পাদক পদে সাবেক এই ছাত্রলীগ নেতার নাম ঘোষণা করা হয়।
জানা যায়, জন্মস্থান পাবনা জেলায় স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত থেকেছেন ছাত্রনেতা মনিরুজ্জামান পিন্টু। এরপর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও হোস্টেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে সফল ভাবে দায়িত্ব পালন করেন।
উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ছাত্রলীগের সদস্য পদে দায়িত্ব পালন করনে। এরপর ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৫ ও ২০০৬ সালে বিএনপি-জোট সরকারের সময়ে আন্দোলন করতে গিয়ে দুই বার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। তার পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত দায়িত্ব পালন করেন এই আওয়ামী যুবনেতা।
প্রসঙ্গত, গতবছর কেন্দ্রীয় যুবলীগের সপ্তম সম্মেলনে জাতীয় শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় এক বছর পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ২০১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.