ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া : অভিযোগ দ. কোরিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আজ সোমবার (১৭ জানুয়ারি) পিয়ংইয়ং-এর বিমানবন্দর থেকে সাগরে স্বপ্ল পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে এক মাসেরও কম সময়ের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
আজ সোমবার (১৭ জানুয়ারি) জাপানের পক্ষ থেকেও পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দফায় দফায় এমন ঘটনাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে টোকিও।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের ঘটনায় পিয়ংইয়ং-এর সুনান বিমানক্ষেত্র থেকে পূর্বদিকে দুইটি এসআরবিএম নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
এর আগে গত ১৪ জানুয়ারি দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.