ফুলবাড়ীতে স্বপ্ন প্রকল্পের ২৪০ জনকে খাদ্য সহায়তা প্রদান 

কুড়িগ্রাম প্রতিনিধি: কোভিড-১৯ মহামারীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন)” প্রকল্পের ২৪০ নারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী বিআরডিবি চত্ত্বরে নিরাপদ দুরত্ব বজায় রেখে ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপের এর যৌথ উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রতিটি উপকারভোগী ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ২টি করে সাবান পেয়েছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের লালমনিরহাট জেলা ব্যাবস্থাপক মোহাম্মুদুল হক মুকুল, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সোহেল রানা, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার প্রোজেক্ট অফিসার গোলাম মোস্তফা, ফুলবাড়ী ইউনিয়ন ওয়ার্কার হেলেনা খাতুন প্রমুখ উস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.