ফুড হাইজিন এ্যান্ড ফুড সেফটি বিষয়ে রাসিক মেয়র লিটনের সাথে জাইকার বৈঠক

রাসিক প্রতিবেদক: ফুড হাইজিন এ্যান্ড ফুড সেফটি বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে মেয়র ফুড হাইজিন এ্যান্ড ফুড সেফটি বিষয়ে রাজশাহীর পরিস্থিতি তুলে ধরেন এবং সিটি কর্পোরেশনের কর্তৃক গৃহীত পদক্ষেপের ব্যাপারে আলোকপাত করেন। এ সময় জাইকা প্রতিনিধি দলের নেতৃবৃন্দ এ ব্যাপারে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন ও কার্যকর পদক্ষেপ নিয়ে আলাপ-আলোচনা করেন।

জাইকা প্রতিনিধি দলে ছিলেন জাইকা উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মুজমদার, জাইকার টেকনিক্যাল এক্সপার্ট কানাকো তানিগাকি, কনসালটেন্ট আতসুশি কোয়েমা, মানা ইশিগাকি ও জুনিয়র কনসালটেন্ট ওয়াসেক বিল্লাহ।

বৈঠককালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম খাদ্য নিরাপত্তায় সিটি কর্পোরেশনের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এ সময় মাননীয় মেয়র মহোদয়েরর একান্ত সচিব আলমগীর কবির, ভ্যাটেনারি সার্জন ডা. ফরহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.