প্রস্তাবিত বাজেট নিয়ে সংশয় জাতীয় পার্টি

ঢাকা প্রতিনিধি:  ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সংশয় প্রকাশ করেছে বিরোধীদল জাতীয় পার্টি ও সরকারের শরীকরা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন কঠিন বলে জানায়, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করার দু’দিন পর, আজ শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে বাজেটের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়নও কঠিন হবে। এছাড়া, ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিরাট অংকের ঋণ নেয়া হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ভ্যাটের মাধ্যমে প্রয়োজনীয় অংশ আদায় হবে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.