ফ্রান্সে গেলেন ৫ দিনের সরকারি সফরে বিমান বাহিনী প্রধান

ঢাকা প্রতিনিধি:  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ৫ দিনের সরকারি সফরে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবা ফ্রান্সে অনুষ্ঠেয় ‘দি ৫৩ তম ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো-২০১৯ এ অংশগ্রহণ করবেন।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্যারিস এয়ার শো’তে পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও তাদের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবা সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

সফরের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।

বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ফোর্সেস গোল ২০৩০ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত সামরিক সরঞ্জামাদি ও আধুনিক প্রযুক্তির সংযোজন ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় গতিশীলতা আনতে এ মতবিনিময় সহায়ক ভূমিকা পালন করবে।

বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.