প্রথম ধাপ’র ট্রায়ালে সাফল্য’র পর, দ্বিতীয় ধাপে পরীক্ষা শুরু সেপ্টেম্বরে, COVAXIN-এর

কলকাতা প্রতিনিধি: কোভ্যাক্সিনের প্রথম ট্রায়ালে অত্যন্ত উৎসাহজনক ফল মিলেছে। গত ২৪ জুলাই শুক্রবার হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর ও ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে দেশে করোনা ভ্যাকসিনের মানবদেহে ট্রায়াল উত্তীর্ণ হয়েছে।

যার ইঙ্গিত হল, কোভ্যাকসিন প্রথমিক ভাবে নিরাপদ, কারণ  যাদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি
গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল সম্ভবত ‘Covaxin’ পরীক্ষার দ্বিতীয় দফার পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে৷ অন্যান্য টেস্ট সেন্টারের পাশাপাশি এখানেও চলবে ট্রায়ালের কাজ৷ দেশের ১২টি জায়গায় চলেছে প্রথম ধাপের ট্রায়াল, মোট ৩৭৫ জন্যের ওপর ৷ দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আরও বড় পরিসরে।
অন্তত ৭৫০ জন স্বেচ্ছাসেবকের উপর দেশের ১২ টি জায়গায় এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ভারতের করোনা চিকিৎসা বিষয়ক এই মুহূর্তের সবচেয়ে আশাব্যঞ্জক খবর এটি ৷
স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী বলেন যে, গবেষকদের সবুজ সঙ্কেত পেলে দেশের করোনা ভ্যাকসিনের গণউৎপাদন শুরু হবে৷ তৈরী হওয়ার পর সকলে যেন এই খুব কম সময়ের মধ্যে ভ্যাকসিন পান, সেদিকেও নজর দেওয়া হবে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.