বেলকুচিতে পলিথিন রাখার দায়ে একতা ট্রান্সপোর্টের অর্ধলক্ষ টাকা জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ৬৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যাগ বিক্রয়ের জন্য মজুদের অপরাধে মেসার্স একতা ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার আব্দুল মালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেণ ভ্রাম্যমান আদালত। এ সময় র‍্যাব-১২ এর সহযোগিতায় মজুদকৃত ৬৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাতে বেলকুচির প্রানকেন্দ্র মুকুন্দগাতী বাজারে মেসার্স একতা ট্রান্সপোর্ট এজেন্সীর অফিসে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রবিন।
এসময় র‍্যাব-১২ সিরাজগঞ্জের চৌকস সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রবিন বিটিসি নিউজ এর  প্রতিবেদককে জানান, শনিবার রাত ১০ টার দিকে র‍্যাবের সহযোগিতায় মুকুন্দগাঁতী বাজারের মেসার্স একতা ট্রান্সপোর্ট এজেন্সীর অফিসে অভিযান পরিচালনা কারা হয়।
অভিযানে প্রায় ৬৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়ের মজুদের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় দন্ড ৪ (খ) এ ম্যানেজারের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সকল পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.