প্রতীক পেয়েই প্রচারে রাসিক নির্বাচনের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। প্রতীক পেয়েই শুরু করেছেন প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি।
শুক্রবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রথমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর চারজন মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়।
চার মেয়র প্রার্থী সবাই পেয়েছেন দলীয় প্রতীক। আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম হাতপাখা এবং জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।
প্রতীক পেয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, ‘আজ থেকেই আমাদের প্রচারণা শুরু হচ্ছে। কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’
অন্য তিন প্রার্থী প্রতীক পেয়ে বলছেন, তারাও আজ থেকেই প্রচার শুরু করছেন। দিচ্ছেন বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি।
জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব।’ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুর্শিদ আলম বলেন, ‘দুর্নীতি বন্ধ করব। কর্মসংস্থান করা হবে।’
তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাগরিকা বলেন, ‘নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যা দূর করব। হিজড়াদের জীবন মান উন্নয়নে কাজ করব।’
এবারের সিটি নির্বাচনে মেয়র পদে চারজন, মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং কাউন্সিলর পদে ৩০টি ওয়ার্ডে ১১২জন লড়ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.