আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাধা!, মহিলা ইউপি সদস্য সহ গ্রেফতার দুই : মাদকদ্রব্য উদ্ধার


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় পঞ্চগড়ের আটোয়ারীতে মহিলা ইউপি সদস্য সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলো, ধামোর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ময়না রানী (২৭) ও একই এলাকার মানিক চন্দ্রের পুত্র হৃদয় সরকার (২২)।
উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ বুধবার (৩১ মে) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মাদক ব্যবসায়ী আমির হোসেন এর বাড়ীতে অভিযান চালায়। অভিযানে পুলিশ তার বাড়িতে থাকা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের প্রায় ২০ গ্রাম হিরোইন, ৯০ এ্যাম্পুল বুপ্রিনরফিন ইনজেকশন, ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
এসময় পুলিশ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা করলে ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার সহ কয়েকজন গ্রামবাসী বাধা দেয় বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান। এঅবস্থায় পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানায় ফিরে আসে। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনকে প্রধান আসামী করে ১৪ জনের নামে আটোয়ারী থানায় মামলা রুজু করেন পুলিশ।
মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতার করতে পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশ আবারো অভিযান পরিচালনা করেন। এসময় ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার আবারো পুলিশের কাজে বাধা দিলে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আটোয়ারী থানার মামলা নং-০১, তারিখ: ০১/০৬/২০২৩ ইং
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.