“পৃথিবীতে বাবাই বিশ্বস্ত”

নেওয়াজ মাহমুদ নাহিদ: আমি হিমালয় দেখিনি, শুনেছি সেখানে নাকি এভারেস্ট নামের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।
কিন্তু আমি দেখেছি আমার বাবাকে যিনি তাঁর অক্ষম সন্তানদের বিশাল বটবৃক্ষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে অবিরাম ছায়া দেন।
আমি প্রশস্ত মহাসাগরের নীল জলরাশি দেখিনি কখনো, পরিমাপ করতে যায়নি এর গভীরতাও, কিন্তু দেখেছি আমার বাবাকে যার হৃদয় এতটাই গভীর যে তার অবুঝ সন্তানেরা এই গভীরতায় যেভাবে ইচ্ছে বিচরণ করতে পারি।
বাবা হচ্ছেন আমাদের বিশেষ ☂️ ছাতা, উনি রোদ-বৃষ্টি, রোগ-শোক বিপদ থেকে রক্ষা করেন। বাবা থাকা মানে আমাদের চিন্তা নাই।
লেখক: নেওয়াজ মাহমুদ নাহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.