পুদিনা পাতা দূর করবে চোখের নিচের কালো দাগ

 

বিটিসি নিউজ ডেস্ক: চোখের নিচের কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। এই দাগের কারণে চেহারা ক্লান্ত ও মলিন দেখায়। মানসিক চাপ, পরিবেশদূষণ, অতিরিক্ত মদপান, ধূমপান ইত্যাদি চোখের নিচের কালো দাগের কারণ।

তবে জানেন কি, পুদিনা পাতা চোখের নিচের কালো দাগ দূর করতে উপকারী? পুদিনা পাতার মধ্যে রয়েছে ম্যানথল। এটি রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। পাশাপাশি এর মধ্যে থাকা ভিটামিন ‘সি’র কারণে ত্বকের নমনীয়তা বাড়ে।

পুদিনা পাতা ব্যবহার করে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

 

 

পুদিনা, টমেটো লেবু

টমেটোর মধ্যে থাকে ব্লিচিং উপাদান। টমেটো ও লেবু ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে। দুই টেবিল চামচ টমেটো ও পুদিনা পাতার পেস্ট নিন। এর মধ্যে এক টেবিল চামচ সতেজ লেবুর রস ও এক চিমটি লবণ মেশান। এবার মিশ্রণটি চোখের নিচে মাখুন এবং শুকাতে দিন। শুকানোর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার এই পদ্ধতি অনুসরণ করুন।

পুদিনা পাতা আলু

আলুর মধ্যে ব্লিচিং উপাদান থাকার কারণে এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি আলুর খোসা ছাড়িয়ে একে কয়েক টুকরো করে কেটে নিন। এবার এক মুঠো পুদিনা পাতা নিন। আলু ও পুদিনা পাতা ব্ল্যান্ড করে চোখের নিচে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পরে চোখ ধুয়ে ফেলুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.