পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল ই-হাসপাতালে পরিণত হচ্ছে

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মধ্যে সর্ব প্রথম কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালকে ই-হাসপাতাল বাড়ির মর্যাদা দেওয়া হচ্ছে। অর্থাত এবার থেকে রোগীরা সমস্ত ধরনের প্রেস্কিপশন সহ রোগী ভর্তি ও রক্ত পরীক্ষা এবং রিপোর্ট কার্ড সব মিলবে অনলাইনে।
ইতিমধ্যেই সমস্ত সরকারী হাসপাতাল গুলোকে হাতে তৈরীর পরিবর্তে ই-প্রেস্কিপশন দিতে বলা হয়েছে। সেই মত কিছু কিছু জায়গায় ই-প্রেস্কিপশন চালু হয়েছে। কিন্তু কিছু সমস্যা থাকার জন্য এখনও সার্বিক ভাবে তা সব জায়গাতে চালু হতে পারেনি।
অন লাইন প্রেস্কিপশন সহ অন্যান্য রিপোর্ট ব্যবস্থা চালু হলে রোগীদের হয়রানি কমবে বলে আশা প্রশাসনের। এতে করে হাতের লেখা পড়তে পাড়ার মত অসুবিধার লাঘব হবে এবং স্বচ্ছত ও বজায় থাকবে বলে ওয়াকিবহল মহলের মত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.