ভোট পরবর্তী হিংসায় রক্ষাকবচের জন্য শাসক বিরোধী উভয়েই হাইকোর্টের দ্বারস্থ

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসাতে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর ও আহতর খবর পাওয়া গেছে। এজন্য শাসক শিবিরকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে।
যদিও সন্ত্রাসের বলি সব দলই হচ্ছে। রাজ্যপাল থেকে শুরু করে বিশিষ্ট জনেরাও হিংসা নিয়ে উষ্মা প্রকাশ করছেন।
যদিও কেন্দ্রীয় বাহিনী এখনও রাজ্যে আছেন। তবুও সব দলই কমবেশী হিংসায় জড়িয়ে পড়ছেন। এদিকে ভোট পরবর্তী হিংসাতে রক্ষাকবচের আবেদন করে শাসক বিরোধী উভয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
এই মর্মে অন্তত ২৮টি আবেদন বিচারপতি জয়ন্ত চৌধুরীর এজলাসে আসতে বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন,শুধু রাজনৈতিক রক্ষাকবচের মামলা শুনতে হলে অন্যান্য মামলার কি হবে।
এই প্রসঙ্গে বিচারপতি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের দৃস্টি আকর্ষণ করে হলফনামা স্বত্বর দিতে বলেন।
হলফনামার পরিস্থিতি বুঝে আবেদনের শুনানি হবে বলে জানান বিচারপতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.