নৌকা প্রতীকে নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাগ্নে

পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছেন, নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে শাহজাদা সাজুকে মনোনয়নের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ড সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য (এমপি) ও বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের চেয়ে প্রার্থী হিসেবে এসএম শাহজাদা সাজুকে পছন্দ দলটির।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন বর্তমানে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অন্যদিকে শাহজাদা সাজুর আওয়ামী লীগে তার দলীয় পদবি নেই, তিনি বরিশালের একজন ব্যবসায়ী। তবে ১৯৮৯-৯০ সালে শাহজাদা সাজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দাবি করেছেন।

শাহজাদা সাজু গণমাধ্যমকে জানান, তিনি পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু এখনো দল থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.