নোয়াখালীতে যাত্রী হয়রানির অভিযোগে ৬ দালালকে কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে যাত্রী হয়রানির অভিযোগে ৬ দালালকে আটককের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও ২দালালকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কামরুল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেয়।
দন্ড প্রাপ্তরা হলো, আব্দুল করিম,মাহবুবুর রহমানকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড দেয়া হয়। মো.জাহেদ হোসেন রতন, মো.বাবলু, মো.তারেক, বেলাল হোসেন ৫ দিনের বিনা শ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মো.ইসমাইলকে ২ হাজার টাকা, মো ওমর ফারুককে ৫ হাজার টাকা অর্থদন্ড করে।
এর আগে, বিকেলের দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গ্রামাঞ্চল থেকে আসা যাত্রীদের এরা নানা ভাবে হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.