ওনারও কৃষক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে সমলয় চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে ধান রোপন, কর্তন ও মাড়াই শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে আধুনিক যন্ত্র ব্যবহার করে উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামে শস্য কর্তন করা হয়েছে। কালীগঞ্জ কৃষি অফিসের আয়োজনে এ সময় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ১২ জন কৃষকের ৫০ একর জমির ধান কর্তন ও মাড়াই করা হয়।
পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের উদ্ভোধন ও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মো: আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ, উপজেলা কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুসহ কৃষি কর্মকর্তাগন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.