নির্বাচন কমিশনের চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রিজভী

ঢাকা প্রতিনিধি: নির্বাচন কমিশনের (ইসি) চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গেলে ইসি সচিব জাহাংগীর আলম বিএনপিনেতাদের চায়ের আমন্ত্রণ জানালে রিজভী তা প্রত্যাখ্যান করেন।
পরে বিএনপির ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক সাংবাদিকদের এ তথ্য জানান।
খন্দকার আবু আশফাক বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে গিয়েছিলাম। ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হিসাব তুলে দেওয়ার পর তিনি রুহুল কবির রিজভীকে চায়ের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তা প্রত্যাখ্যান করে ইসি সচিবালয় থেকে বেরিয়ে আসেন।’
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সহদপ্তর সম্পাদক মনির হোসেনসহ আরও অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.