নিউটাউনে ট্রামের মধ্যে একটুকরো কলকাতা

কলকাতা (ভারত) প্রতিনিধি: আধুনিক নিউটাউনকে সাবেক কলকাতার ঘ্রাণ বোঝাবার জন্য এক বিশেষ উদ্যোগ নিলো, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি (এনকেডিএ)।
ট্রামের ভেতরেই রেস্তোরাঁ। একসঙ্গে মুখোমুখি বসার ২০জনের ব্যবস্থা আছে।সেখানে কাবাব,নুডলস,কফি,পাও-ভাজি,স্যুপ,কাটলেট থেকে শুরু করে হরেক লোভনিয় খাবার দাবার।
এছাড়াও বাইরে উন্মুক্ত বসার  জায়গাও ব্যবস্থা আছে। সেই সাথে গরমকালের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের ঘড়ও থাকছে।
দুপুর বারোটা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। ইকোপার্কের ২নং গেটে ওয়াক্স মিউজিয়ামের সামনেই এটি করা হয়েছে।
এনকেডিএ-র চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন বলেন পুরনো কলকাতার অতিত ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস বলা যেতে পারে। পুরনো কলকাতার কিছু ক্যানভাস ও এখানে স্থান পেয়েছে।
এছাড়াও পুরো এলাকাটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যাতে আধুনিক কলকাতার মানুষ প্রিয়জনের সাথে স্বচ্ছন্দে সময় কাটাতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.