কোভিড এখন অনেকটাই নিয়ন্ত্রণে

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় দেড়মাস পর রাজ্যের সংক্রমণ হাজারের নীচে নামল। গত শুক্রবার স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন মারফত এই খবর জানা গেছে। গত চব্বিশ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৮৩৫।
প্রসঙ্গত গত বছরের ডিসেম্বর মাসের ২৮তারিখে সর্বনিম্ন সংক্রমণের সংখ্যা ছিল ৭৫২।ঠিক তারপরেই ২৯ডিসেম্বর থেকে কোভিড গ্রাফ বাড়তে থাকে। একসময়ে তা পৌঁছেগেছিল বিপদসীমার কাছাকাছি। সরকার যারপরনাই অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েগেছিল। এমন কথাও শোনা যাচ্ছিল আবার লকডাউন কার্যবিধি লাগু হতে পারে।
সরকারের স্বাস্থ্য দফতর নিয়মিত পরিস্থিতির ওপর নজর রাখছিল।তারপরেই কোভিডের তৃতীয় ঢেউ ওমিক্রণ আকারে অতর্কিতে হানা মেরে কোভিড গ্রাফকে শিখরে পৌঁছেদিয়েছিল। সরকার একপ্রকারের বাধ্য হয়েই জনজীবন নিয়ন্ত্রণ তথা গণপরিবহনে কাটছাট করতে বাধ্য হয়।
এখন রাজ্যের সর্বশেষ খবর অনুযায়ী রাজ্যের হাসপাতালে মোট ১২০০রুগি ভর্তি আছে। সুস্থতার হার ৯৮শতাংশের বেশী। পাশাপাশি আক্রান্তের সংখ্যাও কম। যদিও রাজ্যে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড বিধি লাগু আছে।বর্তমানে সব বিষয়েই সিংহভাগ ছাড় দিয়ে জনজীবন চালু আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.