নাটোর জেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক স্পর্শ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার জেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয় নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

এ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের শেষে জেলা প্রশাসকের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে যায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ. পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নাটোর জেলার দুইটি সমিতিভূক্ত জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় বিদ্যুতায়িত লাইনের পরিমাণ সাত হাজার চার কিলোমিটার। এক হাজার ১২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব লাইনে গ্রাহকের সংখ্যা চার লাখ ৯৪ হাজার ৮৬৩ জন।

শতভাগ বিদ্যুতায়নের ফলে এসব এলাকার জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এবং অর্থনৈতিক কার্যক্রমে এসেছে গতিশীলতা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.