নাটোরে ট্রেনের ৪০৩০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৫

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আবেদ মোড় থেকে ট্রেনের ৪০৩০ লিটার চোরাই জ্বালানি তেলসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হল আবেদ আলী মন্ডল,মুক্তার হোসেন, মিজানুর রহমান, কামাল হোসেন, শাহজাদা। আজ মঙ্গলবার রাত ১টায় এক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নাটারে ক্যাম্পের একটি অপারশন দল এএসপি এস,এম, জামিল আহমদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে নাটারে জেলার লালপুর থানাধীন তিতিয়া আবেদ মোড় এবং পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় চোরাই ট্রেনের জ্বালানী ৪০৩০ লিটার ডিজেল তেল, তিনটি মোবাইল, ৫টি সিম কার্ড, একটি ইজি বাইকসহ লালপুর উপজেলার দহরশালা গ্রামের সামাদ আলীর ছেলে আবেদ আলী মন্ডল (৫৫), নবীর আলীর ছেলে মুক্তার হাসেন, পাবনা জেলার ঈশ্বদী থানার মোহাম্মদপুর গ্রামের গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান (৫৫), আব্দুল গফুরের ছেলে কামাল হাসান (৩০), মুছার ছেলে শাহজাদা (৪৫) কে গ্রেফতার করা হয়।

পরে লালপুর থানায় ও পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.