অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টারমিনালের সামনে খুলনা-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধন পালন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট আন্তজেলা বাসমালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী,বাগেরহাট জেলা শ্রমীক লীগ সভাপতি রেজাউর রহমান মন্টুসহ শ্রমিক ইউনিয়ান মালিক সমিতির নেতৃবৃন্দরা।

মানবন্ধনে বক্তারা বলেন সড়ক ও মহাসড়কে বাস চলাচল রত সকল রাস্তায় অবৈধ নসিমন, করিমন, থ্রি-হুইলার, ভাড়ায়চালিত মটরসাইকেল,বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়ম বহিরভ’ত অবৈধ বিআরটিসি বন্ধের দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.