নাটোরে উচ্চতর স্কেল না পাওয়ায় শিক্ষকদের মানবেতর জীবনযাপন

নাটোর প্রতিনিধি: নাটোরে স্কুল , মাদ্রাসা ও কলেজের শিক্ষকেরা উচ্চতর স্কেল না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ।

সমগ্র চাকুরী জীবনে দুটি স্কেল পেয়ে থাকলেও নতুন নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় সমগ্র যোগ্যতা ও প্রাপ্ততা থাকলেও তারা তা পাচ্ছেনা । ফলে শিক্ষকদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে। পাঠদানে মন বসাতে পারছেনা তারা।

এমন প্রতিক্রিয়া জানালেন নাটোর জেলার উচ্চতর স্কেল না পাওয়া শিক্ষকেরা। নাটোর শহরে অবস্থিত গ্রীণ একাডেমি উচ্চ বিদ্যালয়ে এম. এ সেলিমের আহবানে বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সেখানে বক্তব্য দেন সিংড়া উপজেলার নিঙ্গইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম,বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী,সদর উপজেলার হয়বত পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহাতাব আলী, বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম সহ শিক্ষক নেতারা।

কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা সম্মিলিত ভাবে নায্য পাওনার জন্য আইনের আশ্রয় নেবে বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.