নাটোরের সিংড়ায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কর্তন করে বিক্রি

 

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে শতাধিক ইউক্যালিপটাস গাছ কর্তন করে বিক্রয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার সুকাশ ইউনিয়নের বিবির আধখোলা গ্রামের ভোদ্রর ছেলে জাহাঙ্গীর আলম প্রায় ৪০-৪৫ হাজার টাকা মূল্যের ওই গাছ গুলো কেটে বিক্রয় করেন বলে জানা যায়।

জানা যায়, উপজেলার সুকাশ-বিনগ্রাম সরকারি খালের পাড়ে নিয়মনীতি ছাড়াই গাছ লাগায় জাহাঙ্গীর আলম। গাছ লাগানোর বিষয়ে ইউনিয়ন পরিষদ বা সামাজিক বনায়নের কোন কাগজপত্র তার করা নাই। সম্প্রতি গাছগুলো অবৈধভাবে কর্তন করে স্থানীয় বেলাল নামে একজনের কাছে বিক্রয় করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, নিজস্ব জায়গায় লাগানো গাছ কর্তন করে বিক্রি করেছি। সরকারি জায়গা থেকে গাছ কর্তনের অভিযোগটি সত্য নয়।

সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ জানান, গাছ কাটার বিষয়টি জানা নেই। গাছ লাগানো বা কাটা বিষয়ে জাহাঙ্গীর আলমের কোন লিখিত তথ্য ইউনিয়ন পরিষদে নেই। তিনি এবিষয়ে স্থানীয় ভূমি অফিসে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.