নাটোরের সাংবাদিক নাঈমুরকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি


নাটোর প্রতিনিধি: কতিপয় দুর্বৃত্ত প্রাণনাশের হুমকি দেয়ায় সাংবাদিক নাঈমুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ স¤পাদক বুলবুল আহমেদের নেতৃত্বে ক্লাবের সিনিয়র সাংবাদিকরা সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ সময় নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম তা নথিভুক্ত করে তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ডেইলি এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নাঈমুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার পেশাগত কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে ইউনাইটেড প্রেসক্লাব থেকে বড়গাছা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।

তিনি ছায়াবানী মোড় থেকে ইজি বাইকে চেপে এনএস কলেজ মসজিদের সামনে নেমে জোলারপাড় হয়ে বাড়ির পথে রওনা হওয়ার মুহূর্তে কাল রংয়ের মোটরসাইকেলের দুই আরোহী চলমান অবস্থায় সাংবাদিককে হত্যার হুমকি দেয়।

হত্যার হুমকি দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুখে মাস্ক থাকায় এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে কিছু বুঝে
ওঠার আগেই হুমকিদাতারা এলাকা ত্যাগ করে।

এ ঘটনায় ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিক, ক্যামেরাপারসন সহ জেলার সাংবাদিক ও সুধি সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.