নাটোরের লালপুরে হতদরিদ্রদের কর্মসুচীর প্রকল্পের কাজের হরিলুটের অভিযোগ পাওয়া গেছে

পাবনা প্রতিনিধি: লালপুর থানার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩টি ওয়ার্ড মিলে ১টি প্রকল্পের কাজের এ হরিলুটের বাস্তব চিত্র দেখা য়ায়।  আজ শনিবার (৭ই ডিসেম্বর) সকাল ১১ টার সময় স্বরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০ জন শ্রমিকের মধ্যে মাত্র ৮ জন শ্রমিক কাজ করছে। এদের মধ্যে রয়েছে চকিদার ও দফারও। এমন কি যে প্রকল্পের মাটির কাজ হচ্ছে, সেখানে গিয়ে দেখা গেছে মাটি নাই। অথচ সরকারের এ প্রকল্পের বিল যথাযথ ভাবে উক্তোলন হয়ে হচ্ছে।
অপর দিকে ৭, ৮,ও ৯ নং ওয়ার্ড মিলে ১টি প্রকল্পের নুরুল্লাপুরে দেখা যায় একই চিত্র। মোট ৩টি প্রকল্পের কাজ চলছে। রামেশ্বাপুরে ৪, ৫,৬ প্রকল্পের অবস্থা এমনই।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তার সাথে মুঠোফোনে তার নাম পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করে বলেন, অফিসে যোগাযোগ করে সব বিষয় জানতে বা অভিযোগের কথা বলতে পারেন। বিষয়টি উপর মহলের নজরদারীর দাবী করেন এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.