পুলিশের পৃথক অভিযানে রাজশাহীর তানোরে নারীসহ ৪ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে পৃথক পৃথক অভিযানে নারীসহ ৪ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) তানোর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে এএসআই মোঃ হাফিজুল ইসলাম-১, এএসআই মোঃ হাফিজুল ইসলাম-২, এএসআই শ্রী চন্দন কুমার, এএসআই মোঃ মুকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ তানোর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী যথাক্রমে, ১। মোঃ মমিন হোসেন, পিতা- মোঃ তবজুল হোসেন, গ্রাম- জমসেদপুর, ২।মোঃ রফিজ মন্ডল, পিতা- মৃত: সেন্টু মন্ডল, গ্রাম- আমশো ডাঙ্গাপাড়া, ৩। মোসাঃ ফুলজান বেগম, স্বামী- মোঃ রফিজ মন্ডল, ৪। মোঃ বাহার মন্ডল, পিতা- রফিজ মন্ডল, উভয়ের গ্রাম- আমশো(ডাঙ্গাপাড়া), সর্ব থানা- তানোর, জেলা- রাজশাহীগনদের গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিটিসি নিউজকে বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে তানোর থানার দায়ীত্বরত অফিসারগণ সংঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই ৪জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

পরে থানার সকল কার্যক্রম শেষে আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণার্থে সর্ব প্রকার বেআইনী কর্মকাণ্ডকে রুখে দেবার জন্য আমাদের পুলিশের অভিযান চলমা রয়েছে। এছাড়াও তানোর থানা এলাকার বাকি ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ অন্যান্য মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। পাশাপাশি গোপনে ও প্রকাশ্যে আমাদের থানা পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যহত আছে এবং থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.