নাটোরের লালপুরে মহানবীকে নিয়ে ফেসবুকে কুটুক্তি মুলক পোষ্ট শেয়ার করায় হিন্দু যুবক আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটউক্তি মুলক পোষ্ট শেয়ার করায় রতন (২২) নামের এক হিন্দু যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রতন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিং এর ছেলে। অভিযুক্ত রতনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজ সোমবার (২৯ জুন) সকালে রতনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে লালপুর থানার পুলিশ। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রবিবার (২৮ জুন) রাতে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী ।

লালপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, রতন তার নিজের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটউক্তি মূলক পোষ্ট শেয়ার করে । পরে এলাকাবাসী রতনকে আটক করে লালপুর থানা পুলিশে সর্পদ করেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এলাকাবাসী রতনকে থানায় হস্তান্তর করেছে। পরে রতনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.