নভেল করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে হোমিও ঔষধ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: হোমিও চিকিৎসা সেবা সপ্তাহের অংশ হিসাবে আজ সোমবার নগরীর ১১ নাম্বর ওয়ার্ডের রাজারহাতা শিবতলা এলাকায় হোমিওপ্যাথিক ঔষধ বিনা মূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। করোনা ভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে তারা সপ্তাহব্যাপি এই কর্মসূচী পালন করছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ বাচ্চু স্মৃতি সংঘের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ বাচ্চু স্মৃতি সংঘের সদস্য আরিফুল শেখ বনি। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক এবং অত্র সংঘের যুগ্ম সম্পাদক আসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক শামসুল হক মিলু, শ্রমিক সংগঠক সাজ্জাদ হোসেন, অত্র সংঘের সদস্য সুব্রত রায়, হাসান ও আকবর আলী জ্যাকি।

নেতৃবৃন্দ এসময় বলেন, এই ক্লাব অতীতের বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে ছিল। আজও মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াবার ক্ষুদ্র চেষ্টা করছে। বিনা মূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সপ্তাহব্যাপি অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ফজলুল করিম (বাবলু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.