নাটোরের বাগাতিপাড়ায় খাস পুকুর পুনঃ খনন কাজের উদ্বোধন করেন বকুল এমপি


নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক আয়োজিত পুকুর পুনঃ খনন ও ভূ-পরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যাবহার প্রকল্প (এসডব্লিউআইপি) এর আওতায় খাস মৌজা পুকুর পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আজ বৃহম্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগরে খাস মৌজা পুকুর পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়।
জানা যায়, এর ফলে ওই এলাকার ২৫ জন চাষির ২৫ বিঘা আবাদি জমি এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে।
স্থানীয় ইউনিয়ন আ’লীগের সভাপতি নয়েজ মাহামুদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অহিদুল ইসলাম গকুল চেয়ারম্যান বাগাতিপাড়া উপজেলা পরিষদ,নাটোর রিজিয়নের বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনির।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), নাটোর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.