নাগেশ্বরীতে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালন করা হয়েছে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান হদয়ের আয়োজনে আজ সোমবার দুপুরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতীক মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা টেলিবিশনের প্রতিনিধি ওমর পারুকরে সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুর হুদা লাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, আরটিভি প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, ইনকিলাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এও হাবিবুর রহমান, বিটিসি নিউজ সহ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।
এছাড়াও জয়যাত্রা টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, আমার সংবাদ প্রতিনিধি নূর-ই-আলম সিদ্দিক, বার্তা বাজার প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নয়া খবরের স্টাফ রিপোর্টার আমিনুর রহমান, সঙ্গীত শিক্ষক আবু হানিফ, পূর্ণ চন্দ্র, সাংস্কৃতিক কর্মী কাদের বাবলাসহ আরও অনেকে।
শেষে চ্যানেল আই ক্ষুদে গান রাজ শিল্পী বিজলিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় সবাইকে এশিয়ান টেলিভিশনে প্রচারিত টার্কিশ ধারাবাহিক আয়েশা মরিয়ম দেখার আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.