নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোরে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির ক্ষেত থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের ক্ষেত থেকে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৪টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রবিন মিয়া (২৬),  মোমেন ভূঁইয়ার ছেলে মো. তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মো. জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মো. উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেনের ছেলে নাদিম মিয়া(২৭)।

আটককৃত রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.