নব-নিযুক্ত ডিআইজির সাথে রংপুর রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের নব নিযুক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রংপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (২৭ জুলাই) রংপুর মহানগরীর উত্তমে ডিআইজি কার্যাালয়ে এই সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় অতিরিক্ত ডিআইজি ওয়ালিউদ রহমান, এসপি আব্দুল লতিফ, এএসপি শরিফুল ইসলামসহ রেঞ্জ ডিআইজির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি গোলাম মোস্তফা আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, প্রচার সম্পাদক রাফাত হোসেন বাঁধন, কার্যকরি সদস্য মোজাফফর হোসেন, আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, নুর হাসান চানসহ ক্লাবের সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাতের সময় রেঞ্জ ডিআইজির কাছে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। কিন্তু দেখা যাচ্ছে গণমাধ্যমকর্মীরা এখন নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। অনেকক্ষেত্রেই আইনশৃংখলাবাহিনীর হাতেও গণমাধ্যমকর্মীরা নিগৃহিত হচ্ছেন। অতি সাধারণ তথ্যও যথাসময়ে আইনশৃংখলাবাহিনী গণমাধ্যম কর্মীদের দিতে অপারগতা প্রকাশ করেন। এতে সঠিক তথ্য পেতে গণমাধ্যমকর্মীদের অনেক সময়ক্ষেপন ও হয়রাণির শিকার হতে হয়।
নেতৃবৃন্দ বলেন, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মাঠে আইনশৃংখলাবাহিনী বিশেষ করে পুলিশের সহযোগিতার কোন বিকল্প নেই। সেকারণে নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের নিরাপত্বা নিশ্চিত করার পাশাপাশি তথ্য আদান প্রদানে জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এছাড়াও নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম কমিশনার হিসেবে যেভাবে জনগনের নিরাপত্বা ও আগাম নিরাপত্বা বিষয়ে  কার্যকর উদ্যোগ নিয়েছেন।
ঠিক তেমনিভাবে রেঞ্জের প্রত্যেকটি জেলার নাগরিকের নিরাপত্বা নিশ্চিতের পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল ধরণের অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেয়ারও আহবান জানান। পরে একটি শ্রদ্ধা স্মারক ডিআইজিকে উপহার প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় ডিআইজি নেতৃবৃন্দের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.