নবীগঞ্জ শহরে জীবাণুনাশক ঔষধ স্প্রে করেছে ফায়ার সার্ভিস ইউনিট 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে জীবাণু নাশক ঔষুধ স্প্রে করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধার পর থেকে নবীগঞ্জ শহরের ওসমানি রোড, নতুন বাজার, মধ্যেবাজার, থানা পয়েন্ট সহ শহরের বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে জীবাণু নাশক ঔষুধ ছিটিয়ে রাস্তা পরিষ্কার করা হয়।
এতে শহরের জীবাণু বিস্তারে অনেকটা রোধ হবে। পৌরসভার মেয়র সাবির আহমেদ চৌধুরীর উদ্যোগে জীবাণু নাশক ঔষুধ স্প্রে করে ফায়ার সার্ভিস। এসময় নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন। জন সাধারনের কথা চিন্তা করে পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই ফেইসবুকে লাইভ করতে দেখা যায়।
পৌর মেয়র সাবির আহমেদ চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, পৌরসভার নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। সচেতনতা ভিত্তি করতে মাইকিং লিফলেট বিতরণ করা হচ্ছে। জনসাধারনের জন্য পৌর এলাকার বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য পানির ট্যংক স্থাপন করে দিয়েছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.