নবাবগঞ্জে পুষ্টি বাড়ি সহায়িকা বিতরণ

দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি: আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জে ৫১ পৃষ্টা পুষ্টি বাড়ি সহায়িকা সরকারি কর্মকতার ,মিডিয়া কর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেছেন কোর্ডিনেটর, পুষ্টি প্রকল্প সিসিডিবি কৃষিবিদ পার্থ প্রতিম সেন এ সময় উপস্থিত ছিলেন পুষ্টি প্রকল্প সিসিডিবির প্রগ্রাম  অফিসার পুষ্টিবিদ নুসরাত জাহান।

দাউদপুর সিসিডিবি অফিসের এস্প্রুভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ (পুষ্টি) প্রকল্প, খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্দোগে ,ইকো কো-অপারেশন এর অথার্য়নে প্রকাশিত। বইটির রচনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন  কৃষিবিদ পার্থ প্রতীম সেন।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকতার্ অবু রেজা  মোঃ অসাদুজ্জামান বিটিসি নিউজকে জানান, প্রতিটি বাড়িতে পুষ্টি বাড়ি সহায়িকা থাকলে অনেকে উপকৃত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতার্ মোঃ খায়রুল ইসলাম (তপন) বিটিসি নিউজকে জানান, মানব দেহের চালিকা শক্তিই পুষ্টি। এমন পুষ্টি সহায়িকা বই পড়লে সুস্বাস্থের জন্য উল্লেখ যোগ্য ভূমিকা পালন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.