নদীয়ায় সিবিআই এর তদন্তকারী দলকে ঘিরে বিক্ষোভ (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার তদন্তের ভার সিবিআই এর হাতে দিয়েছে আদালত। রাজ্য জুড়ে সিবিআই ও তৎক্ষনাৎ তৎপরতার সাথে মাঠে নেমে পড়েছে।
ইতি মধ্যে রাজ্যের একাধিক জায়গায় তারা গিয়ে তদন্ত কাজ শুরু করে দিয়েছে।
এ দিন তারা এসে ছিল নদীয়ার চাপড়া ব্লকের হৃদয়পুরে।
এদিন সকালে হৃদয়পুর পঞ্চায়েতে সিবিআই এর দল তদন্তে আসলেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকা বাসী। আর এ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতোর।
উল্লেখ্য, গত ১৪ই মে নদীয়ার চাপড়া থানার হৃদয়পুর এ ধর্ম মন্ডল নামে এক বিজেপি কর্মীকে মারধর করে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গত ১৬ই মে ধর্ম মন্ডল মারা যায়। সেই তদন্তে আসে সিবিআই। আর তাদের ঘিরেই হয় এই বিক্ষোভ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.