নদীতে ভেসে গেল দুইতলা বাড়ি (ভিডিও)

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের রাজধানী জুনোতে হিমবাহ গলে ও বাঁধের পানি উপচে পড়ে বন্যা দেখা দিয়েছে। এতে শহরের দুইতলা বিশিষ্ট একটি বাড়ি মেন্দেনহল নদীতে ধসে পড়েছে। ওই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, নদীতে ওই বাড়ি ধসে পরা মাত্রই তা ভেসে যায়। স্কাই নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে শহরটির অন্তত দুইটি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি দুইতলা বাড়ি হুট করেই ধসে নদীতে ধসে পড়ল এবং তা নদীতে পড়া মাত্রই ভেসে গেল। শহরের কর্মকর্তারা এ নিয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছেন।
দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবাকে গত শনিবার (এনডব্লিউএস) একই নদীতে বিশাল বিশাল গাছ ধসে পড়ার খবরও দেওয়া হয়েছে। এ ছাড়া ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.