কিশোরগঞ্জে টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ের খালাসী কর্মী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ৩৩টি আসন বিশিষ্ট ১৯টি টিকিটসহ টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ের এক খালাসী কর্মীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় কুলিয়ারচর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক খালাসী কর্মী নরসিংদী জেলার বেলাবো থানার বিন্নাবাইত গ্রামের আইন উদ্দিনের ছেলে আরমান আলী (৩৫)।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এক সপ্তাহে কুলিয়ারচর ও ভৈরব স্টেশন থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আজ কুলিয়ারচর স্টেশন থেকে খালাসী কর্মী আরমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। মোবাইল চেক করে অ্যাপসের মাধ্যমে ক্রয়কৃত ১৯টি টিকিট পাওয়া যায়।
আটক খালাসী কর্মী আরমান আলী জানান, গত তিনমাস ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। নিজের
নিকট আত্মীয় স্বজনের আইডি কার্ডব্যবহার করে বিভিন্ন রুটের টিকিট কেটে ক্রয় বিক্রয় করেন তিনি।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, ‘এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। রেলওয়ে পুলিশের টিকিট কালোবাজারি বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.