‘দোনবাস বিজয়ে কয়েকদিনের মধ্যে রাশিয়ার আক্রমণ শুরু হবে’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে দোনবাসের দখল নিতে বড় ধরনের সামরিক অভিযান চালাবে। বুধবার এমন তথ্য জানিয়েছেন ফ্রান্সের সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল পাসকাল লান্নি।
এ ব্যাপারে ফরাসি আর্মির মুখপাত্র বলেন, আগামী কয়েকদিনের মধ্যে, খুব সম্ভবত ১০ দিনের মধ্যে রাশিয়া পুনরায় তাদের অভিযান শুরু করতে পারে, তাদের লক্ষ্য থাকবে দক্ষিণ-উত্তরের লুহানেস্ক ও দোনেস্ক দখল করা। যদি সম্ভব হয় তাহলে দিনিপ্রো নদী পর্যন্ত দখল করার চেষ্টা করবে।
ফ্রান্সের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, রাশিয়া ইউক্রেনে অব্যহতভাবে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করে দিতে। সঙ্গে সামরিক সরঞ্জাম পরিবহন ও সেগুলো যেন বন্টন না করতে পারে সেদিকটিতেও নজর দিচ্ছে রুশরা। দিনিপ্রো বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই রাশিয়ার এ পরিকল্পনা প্রকাশ পেয়েছে।
ফ্রান্সের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, বর্তমানে ইউক্রেনের পূর্ব দিকে কোনো শহর দখল করার চেষ্টা চালাচ্ছে না রাশিয়ার সেনারা। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.