দুর্নীতি বন্ধে অবিলম্বে এখনই পদক্ষেপ নিন : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে দুর্নীতি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আজ বুধবার সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকার সমাজকে দুর্নীতিমুক্ত করতে ভালো উদ্যোগ নিয়েছে। আমি এর প্রশংসা করি। উন্নয়নের ধারা বাড়ার সাথে দুর্নীতিও বেড়েছে। এটি এখনই বন্ধ করতে হবে।’

স্বাধীনতা ভাস্কর্য-৭১ উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে তাড়াইল নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, অনিয়ম ও দুর্নীতি করার পর কাউকে ছাড়া হবে না, তারা যত বড় হোক না কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। তিনি এমনকি ছাত্রলীগ ও যুবলীগকেও দয়া দেখাননি।

রাষ্ট্রপতির ভাষ্যমতে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুরু করা চলমান অভিযান দেশের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং অর্থনীতিকে এগিয়ে নেবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন। দয়া করে নিজ নিজ অবস্থান থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এবং যত সম্ভব তাদের কথা শুনেন।’

আবদুল হামিদ নির্বাচনে জয়লাভের পর জনপ্রতিনিধিদের ব্যবহার পরিবর্তন না কারারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি আপনারা নির্বাচনের আগে ও পরে একই ব্যবহার করেন, তাতে স্থানীয় মানুষ খুশি হয়। এ ধরনের ব্যবহার গণমানুষের সাথে আপনাদের সম্পর্ক গভীর করতেও সাহায্য করবে।’

মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বুধবার সপ্তাহব্যাপী সফরে নিজের জেলা কিশোরগঞ্জ পৌঁছান রাষ্ট্রপতি। তিনি ১৫ অক্টোবর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.