আবরার হত্যার প্রতিবাদে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

জাবি প্রতিনিধি:  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা আবরার ফাহাদকে হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এতে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘শুধু সত্য বলার কারনে এবং গঠনমূলক সমালোচনা করার কারনেই আবরারকে প্রান দিতে হয়েছে। আবরারকে এভাবে হত্যায় যারাই জড়িত তাদের সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ্জামান বিটিসি নিউজকে বলেন, ‘আবরারকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের এ কুকর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের ছাত্র সমাজ এর কড়া জবাব দেবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.